খোরপোসের মামলায় আদালত অবোমাননার অভিযোগ,গবারচর এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। সূত্রের খবর,শান্তিপুর থানার গবারচর তালতলা পাড়ার বাসিন্দা এক গৃহবধূ 2019 সালের জুন মাসে তার স্বামীর বিরুদ্ধে রানাঘাট আদালতে খোরপোসের মামলা করেন। অভিযোগ, সেই মামলায় আদালত যে নির্দেশ দিয়েছিলেন তা মানছিলেন না ওই ব্যক্তি।আর এর পরই আদালত অবমাননার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রানাঘাট আদালত। আর সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে