মাথাভাঙা ১: মাথাভাঙ্গা দড়ি বস এলাকায় ইছালে ছাওয়াব ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো
প্রতিবছরের মতন এবারও শনিবার বিকেল তিনটা নাগাদ মাথাভাঙ্গা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দরি বস এলাকায় ইছালে ছওয়াব ও রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিন সকালে সেখানে এলাকাবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন এরপর বিকালে বিছালে ছোওয়াব অনুষ্ঠিত হয় সেখানে প্রচুর মানুষ ভিড় জমান।