দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু'নম্বর ব্লকের রায়দিঘী কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন রায়দীঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও মথুরাপুর দু নম্বর ব্লকের যুব সভাপতি তথা জেলা পরিষদের সদস্য উদয় হালদার। আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে। আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।