চাপড়া: রাম রাজ্যে মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ চাপড়ায় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
চাপড়ায় BDO অফিস এলাকায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে বিজেপির বিজয় সংকল্প সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মীদের বলেন রাম রাজ্যে মানে হাতে কাজ,পেটে ভাত, মাথায় ছাদ এটাই হলো রাম রাজ্যে