দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক চালক যুবকের। বুধবার বিকেল চারটা নাগাদ চাঁচল থানার স্বরুপগঞ্জ সংলগ্ন মহানন্দা বাঁধরোডের উপর দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সদাই দাস(৩২) বাড়ি ওই এলাকার ডাঙী দইভাত্তায়। অপর বাইক চালক জখম সঞ্জীব দাস(৩৩) হরিশ্চন্দ্রপুরের বরুই এলাকার বাসিন্দা। সে আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।