এবার বীরভূমের নানুরেও হয়ে গেল গীতা যজ্ঞ ও গীতা পাঠশালার শুভ সূচনা। রবিবার নানুর থানা সংলগ্ন স্থানে বিশিষ্ট প্রয়াত সাহিত্যিক অসিম ভট্টাচার্যের স্মৃতি গীতা পাঠ শালা সূচনা লগ্নে সারাদিন ব্যাপী নানুরে হয়ে গেল হোমযোজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধর্মীয় রীতি নীতি। ওই গীতা পাঠ শালা সূচনা লগ্নে হাজির হয়েছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বিশিষ্ট সমাজ সেবী সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা।এদিন সকালে নানুর থানা সংলগ্ন স্থানে একটি পুকুরে ঘট ভরে হোমযজ্ঞ ও।