রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের খতিয়ানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কর্মসূচি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। রতুয়ার রাধানগর এলাকায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উন্নয়নের পাঁচালী কর্মসূচির সূচনা করলো তৃণমূলের নেতৃত্বরা। নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব একত্রিতভাবে এই কর্মসূচি হিসেবে গ্রামে পৌঁছে মানুষের কাছে সঠিক বার্তা রাখবেন। গত ১৫ বছরের রাজ্য সরকার কি কি কাজ করেছে সেই খতিয়ান তুলে ধরবেন।