মাথাভাঙা ১: মোবাইল ফোন না পেয়ে আত্মঘাতী এক ছাত্রী ঘটনাটি মাথাভাঙ্গা বুড়াবুড়ি এলাকায়
মাথাভাঙা ১ ব্লকের বুড়াবুড়ি এলাকায় মায়ের কাছে মোবাইল ফোন দেখতে চেয়ে না পেয়ে অভিমানে শোবার ঘরে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী নবম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে জানা গেছে ওই ছাত্রীর নাম দিপালী নম দাস (১৪)। তার বাড়ি ময়নাতলী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে এদিন ওই ছাত্রীর মা ডিম আনতে দোকানে পাঠিয়েছিলেন এবং ডিম এনে তিনি বাড়িতে নিয়ে আসে।