শুক্রবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত সর্বেশ্বর জয়দুয়ার এলাকারে বারুনির ঘাটে, গঙ্গা মন্দিরের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয়। জানা যায় আপাতত মন্দিরের ভিত্তি স্থাপনে ৭ লাখ টাকা বাজেট ধরা হয়েছে এবং গোটা মন্দির নির্মাণ করতে প্রায় ২৫ লক্ষ টাকার মতো ব্যয় হবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা। ধীরে ধীরে এই মন্দিরটি বৃহৎ আকার ধারণ করবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা।