আজ ১২ জানুয়ারি সোমবার সকাল নাগাদ, মুরারই২ নম্বর ব্লকের নন্দীগ্রাম অঞ্চলের মুগলিসপুর ও পাটাগাছি গ্রামে অনুষ্ঠিত হলো, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুরারই ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান, নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান সুলতা মন্ডলের প্রতিনিধি মৃণাল মন্ডল, মুরারই ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহনাজ বেগম।