পুরুলিয়ার সাঁওতালডি থানার পাহাড়িগোড়া মোড়ে শুক্রবার ভোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রান গেল এক ব্যাক্তির। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম কালিপদ মুদি বয়েস আনুমানিক ৫৫ বাড়ি সাঁওতালডি থানার শ্যামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যাক্তি প্রায় দিনই ভবঘুরের মত এখানে ওখানে ঘুরে বেড়াতো। এদিন ভোর নাগাদ রাস্তার পাশে সে শুয়ে ছিল সেই সময় ঘটনাটি