রামপুরহাট ১: রামপুরহাটে আদিবাসী ছাত্রী নির্যাতন-খুনের মামলায় রামপুরহাট আদালতে আরো তিনজনের সাক্ষ্য গ্রহণ
বীরভূমের রামপুরহাটে আদিবাসী ছাত্রী নির্যাতন-খুনের মামলায় রামপুরহাট মহকুমা আদালতের বিশেষ আদালতে শুক্রবার আরো তিন জনের সাক্ষ্য গ্রহণ হলো রামপুরহাট আদালতে, এই মামলায় মোট সাক্ষ্য গ্রহণ হলো এখনো পর্যন্ত ২৮জনের। ২৮ শে নভেম্বর শুক্রবার অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল কে রামপুরহাট আদালতে পেশ করা হয়। এদিন দুজন চিকিৎসকের ও আরো একজনের সাক্ষ্য গ্রহণ হয়।