মেদিনীপুরের কুইকোটা এলাকাতে রাস্তা সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছে। সেখানেই বসানো হচ্ছে একটি বড় কালভার্ট। বসানোর পরেই সেই স্থান ধ্বসে গিয়েছে। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বিভিন্ন বাহন গুলি দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন। তাই দ্রুত ওই সমস্যার সমাধানের দাবি করে রাস্তা অবরোধ করলেন ওই একই স্থানে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা। সমাল দিতে হলো ট্রাফিক পুলিশকে।