রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় ১৫ বছরের শাসনকালে সাধারণ মানুষের জন্য হয়েছে একাধিক উন্নয়ন এবং জনমুখী প্রকল্প। আর সেই সকল উন্নয়ন ও জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরতে এবার রাজ্যজুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালীর সংলাপ প্রচার পাড়ায় পাড়ায়। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে উন্নয়নের পাঁচালীর প্রচার চলছে জোর কদমে,এদিন বহরমপুর শহর জুড়ে এই প্রচার পর্বে পথে নেমেছেন পৌর পিতার নাড়ুগোপাল মুখার্জি