ইটাহার: বাবা মায়ের অবর্তমানে ইটাহারের একটি গ্রামে শোওয়ার ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রতিবেশী ব্যক্তি
শোওয়ার ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। পাল্টা নাবালিকার পরিজনকেই হত্যা সহ বাড়ি ঘর উচ্ছেদের হুমকির অভিযোগে গ্রেফতার প্রতিবেশী ব্যক্তি। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের দুর্গাপুর অঞ্চলের একটি গ্রামে। শুক্রবার ধৃতকে আদালতে পেশ করলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকা ও অভিযুক্তের বাড়ি একই গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর নাবালিকার বাবা ও মা আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাওয়ার সুযোগে ওই ব্যক্তি নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে।