মগরাহাট ২: মগরাহাট থানার অন্তর্গত ডোডালিয়া এলাকার এক শিশুর নিখোঁজ পরিবারের পক্ষ থেকে মগরাহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের
গত তিনদিন আগে মগরাহাট থানার অন্তর্গত ডোডালিয়া এলাকার এক শিশু নিখোঁজ হয়ে যায় পরিবারের লোকজন বহু জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ ওই শিশুর কোন সন্ধান না মেলাতে অবশেষে রবিবার সকালে নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা মগরাহাট থানাতে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে মগরাহাট থানা পুলিশ।