বিনপুর ২: শিলদাতে বিএলএ -২ দের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
শিলদাতে বিএলএ -২ দের নিয়ে বৈঠক করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার দুপুরে বিনপুর 2 ব্লকের শিলদাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।রাজ্যে অবৈধ ভোটার কার্ড শনাক্ত ও সংশোধনের উদ্দেশ্যে শুরু হওয়া SIR প্রকল্প নিয়ে সচেতনতা বাড়াতে এবং দলীয় কর্মীদের স্পস্ট দিক নির্দেশনা দিতে শিলদার শিব শক্তি কমিউনিটি হলে আয়োজিত হয় এই বিশেষ বৈঠক। বিনপুর 2 ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে হওয়া এই বিশেষ বৈঠককে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।