পুঞ্চা: পুঞ্চার মুদিডি ও কানাড়া এলাকায় দুটি রক পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুঞ্চা এলাকায় দুটি রক পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মঙ্গলবার আনুমানিক সকাল দশটা নাগাদ অন্যদিকে বেলা বারোটা নাগাদ পুঞ্চা ব্লকের মুদিডি ও কানাড়া গ্রামে গাছ থেকে ও ধানের জমি থেকে সাপ দুটিকে উদ্ধার করে বনদপ্তর। জানা যায় স্থানীয়রা প্রথমে দেখতে পায় পরবর্তীকালে বনদপ্তরে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তর সূত্রে জানা গেছে সাপ দুটিকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাদেরকে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।