ডেবরা: বাড়াগড় সমবায় সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক সমবায় বর্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়
বুধবার দিনভর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াবাড়ে বাড়াগড় সমবায় সমিতির উদ্যোগে আন্তর্জাতিক সমবায় বর্ষে ২৩ তম নিখিল সমবায় সপ্তাহ উদযাপন হলো। ঐদিন এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় তাদেরকে পুরস্কার দেয়া হয়। বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে এই কর্মসূচি।