এক গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদায় হরিশ্চন্দ্রপুর থানার মসলদাহা এলাকায়। শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত গৃহবধূ নাম সাজেদা বিবি। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ তার স্বামী মাজারুল হক দ্বিতীয় বিয়ে করে। এই নিয়ে পরিবারের মধ্যে একটা অশান্তি লেগে থাকত। এর জেরে তাদের বাড়ির মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলে তার স্বামী বলে অভিযোগ।