কালনা ২: কালীপুজোর রাতে মর্মান্তিক পথ দূরঘটনা, বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে লরির পিছনে ধাক্কা, মৃত্যু ২ বন্ধুর
কালীপুজোর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের. ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কালনা থানার অন্তর্গত বন্দেবাজ মাঠ মাঠের পড়া এলাকায়. জানা গিয়েছে গতকাল রাত আনুমানিক সাড়ে দশটা থেকে ১১ঃ০০ টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে শতকোটি চেকপোস্টের কাছে। মোটর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মেরে দেয় তারা। ঘটনায় গুরুতর জখম হয় দুজনে। তাদের তড়িঘড়ি উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে রাতেই মৃত্যু হয় তাদের। আজ মঙ্গলবার দুটি মৃতদেহের হবে ময়নাতদন্ত।