মানিকচক: শিক্ষকের মৃত্যুর পর বন্ধ হয়ে গেছে মোহনা কলোনি এমএসকে বিদ্যালয়, দু বছর পর করলেও কোন শিক্ষক নিয়োগ হয়নি
রয়েছে সকল ধরনের পরিকাঠামো। নেই শুধু শিক্ষক ও ছাত্রছাত্রীরা।খাঁ খাঁ করছে গোটা স্কুল। শিক্ষকের অভাবে বন্ধ হল স্কুল। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের মোহনা গ্রামে ২০০৮ সালে তৈরি হয়েছিল মোহনা কোলোনি এম এস কে স্কুল। দিব্যি চলছিল স্কুল। স্থানীয় পড়ুয়ারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই স্কুলেই পড়াশোনা করত। কিন্তু ২০২৩ সালে বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মোঃ কাইসুল মারা যাওয়ার পর স্কুল বন্ধ হয়ে যায়। নতুন করে আর কোন শিক্ষক নিয়োগ হয়নি।