দীর্ঘ প্রায় 16 দিন লড়াইয়ের পর মৃত্যু হল দেব সরকারের(১৭)। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ দেহ বাড়িতে নিয়ে আসা হয়।দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নার রোল দেবের পরিবারে। মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাটের বালাশি গ্রামে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে গত ২৫শে ডিসেম্বর সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর জখম হন বেশ কয়েকজন তার মধ্যে মৃত্যু হয় দুজনের। জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকায় মোতায়ন হয় পুলিশ।