বর্ধমান ১: পারিবারিক অশান্তির কারণে রাগের বশে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ, আউসগ্রাম থানার রেওড়া গ্রামের ঘটনা
পারিবারিক অশান্তির কারণে রাগের বশে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ। মৃতের নাম কাকুলি মেটে (৩২) আউসগ্রাম থানার রেওড়া গ্রামে তার বাড়ি। মৃতের স্বামী রাজীব মেটে জানিয়েছেন গত মঙ্গলবার পারিবারিক অশান্তির কারণে বাড়িতে থাকা চাষের কাজের বিষ রাগের বসে পান করে ফেলে কাকুলি। বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে প্রথমে শিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে পরের দিন বুধবার শহর বর্ধমানের এক বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়