বাগনান ২: বাগনানের পাঁচালি থেকে বিষাক্ত কেউটে সাপ উদ্ধার করল বন্যপ্রাণ সংরক্ষণকারীরা
শনিবার সকালে বাগনান ২ নম্বর ব্লকের পাঁচানি গ্রামে মাছ ধরার মুগরিতে আটকে পড়া একটি বিষধর কেউটে সাপকে উদ্ধার করল বন্যপ্রাণ সংরক্ষণকারীরা। এদিকে সাপটিকে উদ্ধারের পর পুনরায় ওই এলাকার বাইরে একটি মুক্ত পরিবেশে সাপটিকে ছেড়ে দেয় পরিবেশ কর্মীরা।