বর্ধমান ১: মঙ্গলকোট থানার নোয়াপাড়ায় মদ্যপ অবস্থায় বিষ খেয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের
মৃতের নাম হিরু মাজি(৫১)। তার বাড়ি মঙ্গলকোট থানার নোয়াপাড়ায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনদশেক আগে মদ্যপ অবস্থায় তিনি বাড়িতেই এসে বিষ খেয়ে নেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। তবে মদ খেয়ে তিনি বিষ পান করেছে বলে পরিবারের দাবি।