পোলবা-দাদপুর: বাচ্চারাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ, বেতা অঙ্গনারী কেন্দ্র উদ্বোধনে এসে বললেন সাংসদ রচনা
বাচ্চারাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ তাদের শুরুর দিকটা ঠিকঠাক শিক্ষা দিয়ে মানুষ করা উচিত। বেতা অঙ্গনারী কেন্দ্র উদ্বোধনে এসে বললেন রচনা। আজ বৃহস্পতিবার বৈকাল পাঁচটা নাগাদ সুত্রের খবর এই দিন হুগলির পোলবা দাদপুর ব্লকের বেতা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই ২০৬ নম্বর বেতা পশ্চিম সুসংহত কেন্দ্রের নবনির্মিত ভবনের,,