এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জলিতে পড়ে গেল একটি যাত্রীবাহী জিও গাড়ি। ঘটনাটি ঘটেছে রায়দিঘী থানার অন্তর্গত কৌতলা এলাকায়, আশাকিরণ হাসপাতাল সংলগ্ন স্থানে। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী জিও গাড়িটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে মথুরাপুরের উদ্দেশে যাচ্ছিল। আশাকিরণ হাসপাতালের কাছে পৌঁছনোর সময় আচমকাই একটি বাইক গাড়িটির সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি পাশের নয়ন জলিতে গিয়ে