চাপরা গ্রামীণ হাসপাতালের সামনে লাগাতার কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন (AIUTUC)। আশা কর্মীদের ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন প্রদান, উৎসাহ ভাতা সহজ করা ও সমস্ত বকেয়া একসাথে মেটানোর দাবিসহ মোট আট দফা দাবিতে এই কর্মবিরতি শুরু হয়েছে।বুধবার দুপুর প্রায় একটা নাগাদ চাপরা গ্রামীণ হাসপাতালের সামনে জমায়েত হয়ে কর্মবিরতিতে সামিল হন আশা কর্মীরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।