মাথাভাঙা ১: টোটো রেজিস্ট্রেশন ফি বিনামূল্যে করার দাবিতে মাথাভাঙ্গায় টোটো ধর্মঘট এবং পথ অবরোধ
টোটো রেজিস্ট্রেশন ফি বিনামুল্যের করার দাবিতে টোটো মালিক সমিতির পক্ষ থেকে মাথাভাঙা শহরে ২৪ ঘণ্টা টোটো চলাচল বন্ধ । বুধবার বেলা 2 টা নাগাদ এই বিষয়ে মাথাভাঙা মহকুমা শাসককে স্বারক লিপি জমা দেন। এদিন মাথাভাঙা বি টিম মাঠ থেকে প্রায় ৫ হাজার টোটো চালক মাথাভাঙা শহরে মিছিল অনুষ্ঠিত হয়। টোটো চালকদের অভিযোগ টোটো রেজিস্ট্রেশন এর জন্য তাদের কাছ থেকে টোটো ডিলাররা ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে রেজিস্ট্রেশন ফি চাইছে। কিন্তু তারা এত টাকা দেওয়ার সামর্থ্য নেই।