রতুয়া ২: জলসার মঞ্চ থেকে SIR সম্পর্কে সচেতনতার বার্তা পীরগঞ্জ থেকে রাখলেন বিধায়ক
জলসার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা তুলে ধরলেন বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী। পীরগঞ্জ এলাকায় মাদরাসার উন্নতিকল্পে জমজমাট এই জলসার অনুষ্ঠান পরিদর্শন করেন বিধায়ক। সারা রাত্রি ব্যাপি চলায় জলসার অনুষ্ঠান মঙ্গলবার সকালে ধর্মীয় কর্মসূচির পদ্ধতির সমাপ্তি হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেউ যাতে এস আই আর এর ফরম পূরণ করা থেকে দূরে না থাকে তার বার্তা। দ্রুত ফরম পূরণ করে জমা দেওয়ার নির্দেশ।