মুর্শিদাবাদ জেলার সুতি ২ নম্বর ব্লকের সেলিমপুর গ্রামে ড্রেন নির্মাণের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হল। শনিবার আয়োজিত এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শনিবার দুপুরে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় ভুগছিলেন সেলিমপুর গ্রামের বাসিন্দারা। বর্ষার সময় জল জমে যাতায়াতে চরম অসুবিধা হতো। অবশেষে সেই সমস্যা সমাধানের পথে বড় পদক্ষেপ হিসেবে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।