মুরারই ২: পাইকর আর এস প্রাইমারি স্কুলে বিশ্ব প্রতিবন্ধী দিবস সপ্তাহ পালন করা হল
পশ্চিমবাংলা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে পাইকর সার্কেলের উদ্যোগে পাইকর আর এস প্রাইমারি স্কুলে আজ 3 ডিসেম্বর বুধবার সকালের দিকে দুপুরের দিক পর্যন্ত।বিশ্ব প্রতিবন্ধী দিবস সপ্তাহ পালন করা হয়েছে। এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি র্যালির বের করা হয়।র্যালি টি গোটা পাইকর এলাকা পরিক্রমা করা হয়।এদিন দুপুরে দিকে সেই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়।