মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালপোখর থানার লাড়ুখোয়া এলাকায় ২৭ জাতীয় সড়কের উপর বাঁশ বোঝায় লরিতে অগ্নি কান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে ইসলামপুরের দিক থেকে কিশানগঞ্জের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার নেয়। সম্ভবত শর্টসার্কিটের কারনে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিন