বারাসাত ১: বামনগাছিতে হাইড্রেন কাজ নিয়ে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপে 'জল-দুর্দশা' মুক্তির আশ্বাসে খুশি এলাকাবাসী
বামনগাছিতে হাইড্রেন কাজ নিয়ে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপে 'জল-দুর্দশা' মুক্তির আশ্বাসে খুশি এলাকাবাসী হাইড্রেন নির্মাণের পদ্ধতি নিয়ে আপত্তি তুলে গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে শুরু হওয়া কাজ বন্ধ করে দিয়েছিলেন বামনগাছি মন্ডলগাথী এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ ছিল, যে পদ্ধতিতে হাইড্রেন তৈরির কাজ হচ্ছিল, তাতে বর্ষার সময় জল যন্ত্রণা কমার বদলে উল্টে আরও বাড়তে । এই আশঙ্কায় তারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে কাজ বন্