ট্রেনে করে কাগদীপ যাওয়ার পথে চাকদা থেকে রানাঘাট জিআরপি এর হাতে গ্রেফতার 3 বাংলাদেশি মহিলা ও এক শিশু। সূত্রের খবর, শনিবার রাতে গোপন সূত্রে রানাঘাট জিআরপি খবর পায় ট্রেনে করে 3 বাংলাদেশি মহিলা কাগদীপ যাওয়ার চেষ্টা করছে। আর এর পরই রানাঘাট জিআরপি অভিযান চালিয়ে 3 বাংলাদেশি মহিলাকে চাকদা রেল স্টেশন থেকে গ্রেফতার করে। ধৃতদের সাথে একটি শিশুও ছিল। পুলিশ সূত্রে খবর, নোয়াখালীর বাসিন্দা তিন মহিলা বর্ডার পেরিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে কাগদীপে আত্মীয়ের বাড়ী যাচ্ছিল