পঞ্চায়েতের আয় বৃদ্ধির লক্ষ্যে অতিথি নিবাস নির্মান। পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র নিতুড়িয়ার গড়পঞ্চকোট পাহাড়ের সামনে অবস্থিত জনার্দনডি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত কার্যালয়ের সামনে দ্বিতল বিশিষ্ট একটি অতিথি আবাসের বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভুষন প্রসাদ যাদব।তিনি জানান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অর্থ বরাদ্দে উপর তলায় চারকক্ষের আবাস তৈরি করা হয়েছে।