পানীয় জলের পাইপ ফেটে ঢুকছে নর্দমার জল। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ। পুরুলিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের রাস্তা অবরোধ। অবরোধের তীব্র যানজট। পৌরসভার দেওয়ার নল বাহিত পানীয় জলে ডুকছে ড্রেনের জল। দীর্ঘদিন ধরেই চরম সমস্যায়। স্থানীয় কাউন্সিলর কে বারে বারে জানিয়েও লাভ হয়নি প্রতিবাদে রাস্তা অবরোধ। মহিলাদের।