মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশিনগর চক্রতীর্থ মহাশ্মশানের গাডওয়াল নির্মাণের কাজের শুভ উদ্বোধনের পাশাপাশি প্রায় দুই শত দুস্থ ব্যক্তিদের কে শীতবস্ত্র প্রদান করেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলকজলদাতা আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে