শনিবার দুপুরে পৌরসভার কনফারেন্স হলে সদ্য প্রয়াত প্রাক্তন কাউন্সিলর নরত্তম সাহা রায়ের স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ পৌরসভা,উল্লেখ থাকে গত ২ ডিসেম্বর ভোরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরলোক গমন করেন ৬ ও ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নরোত্তম সাহা রায়,তার দুবারের কাউন্সিলর থাকাকালীন ওয়ার্ডবাসীকে পরিষেবা দেওয়ার পাশাপাশি দলীয়ভাবে খুবই জনপ্রিয় ছিলেন,অপরদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নরোত্তম সাহা রায়ের মৃত্যুতে শোকাহত সকলেই।