কুলপি: কুলপি এলাকায় ধান চাষের ফলন ভালো হয়েছে খুশি চাষীরা
দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত কুলটি বিধানসভা জুড়ে ধান চাষের ব্যাপক ভালো হয়েছে বলে চাষিরা জানাচ্ছেন সোমবার দিন এমনটাই ছবি দেখা গেল ধান কেটে ধান ঝাড়াই করা হচ্ছে। অন্যান্য বছরে তুলনায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে বলে এমনটাই দাবি চাচি রে