রঘুনাথপুর ১: রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরীর পরিকাঠামো গড়ে তুলতে রঘুনাথপুরের SDOঅফিসে গুরুত্বপূর্ণ বৈঠক 'উপস্থিত DM,ADM,SDO
শিল্পবান্ধব পশ্চিমবঙ্গ সরকার শিল্পোন্নয়ন ও পরিকাঠামো বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে।সেই পরিপ্রেক্ষিতেই শনিবার পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমাশাসকের দপ্তরে পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর এর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার),দফতরের পাটিল যোগেশ অশোক রাও' রঘুনাথপুরের মহকুমাশাসক বিবেক পঙ্কজ সহ ভূমি দপ্তরের আধিকারিকগণ এবং শিল্পোদ্যোগী প্রতিনিধিরা।