হবিবপুর: ছাতিয়ানগাছি এলাকায় ফাঁকা বাড়িতে চুরি, ভাঙা তালা দেখে হতবাক শিক্ষক পরিবার,সবকিছু লন্ডভন্ড
হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় হাই স্কুল শিক্ষক দেবব্রত মোদক পরিবারসহ মালদায় থাকেন মেয়ের পড়াশোনার কারণে। শনিবার স্কুল থেকে বেরিয়ে নিজের বাড়িতে গিয়েও সব ঠিকঠাক পান। কিন্তু সোমবার বিকেলবেলা ফিরে এসে দেখেন, বাড়ির মেন গেটে তালা মারা থাকলেও সেটি ভাঙা।এরপর বাড়ির ভেতরের পরপর আরও তিনটি গেটের তালাও ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।