জামুরিয়া: বাংলা বাঁচাও যাত্রা পশ্চিম বর্ধমানে,
কুচবিহার থেকে কামারহাটি পর্যন্ত সিপিআইএমের পদযাত্রা, জামুরিয়া এলাকায় পদযাত্রা
‘বাংলা বাঁচাও যাত্রা’ পশ্চিম বর্ধমানে। কুচবিহার থেকে কামারহাটি পর্যন্ত সিপিআইএমের আহ্বানে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা। রবিবার দুপুর প্রায় তিনটের সময় পশ্চিম বর্ধমানের জামুরিয়া এলাকায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই যাত্রার মূল দাবি— শিল্প বাঁচাও, রাজ্য বাঁচাও, কাজ বাঁচাও। দলের অভিযোগ, পশ্চিম বর্ধমান জেলায় শিল্পের অবস্থা ভগ্নদশায়, কর্মসংস্থানের অভাব প্রবল। সেই দাবিকে তুলে ধরতেই এই কর্মসূচি।পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী