নন্দীগ্রাম ২: সামাজিক দায়বদ্ধতা শ্যামা পুজোর ১৮তম বর্ষে তেরপেখ্যা আস্থার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল মহতী রক্তদান শিবির
পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন গুলির মধ্যে তেরপেখ্যার আস্থা অন্যতম। সারাবছর তারা নানান সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত। এবছর তাদের শ্যামা পুজো ১৮তম বর্ষে পদার্পন করেছে।মন্ডপসজ্জা রাজস্থানের জয়সলমিরের সোনারকেল্লা,এবং সুদৃশ্য প্রতিমা দর্শনার্থীদের মন করেছে।আজ অনুষ্ঠিত হল সামাজিক দায়বদ্ধতায় মহতী রক্তদান শিবির। নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে