রায়না ১: রাইস মিলের ছাই পড়ে ক্ষতিগ্রস্ত ধান চাষীরা , রায়না ২ ব্লকে
চাষিদের চোখে জল,ভৈরবী ও রাসেশ্বর রাইস মিলের কালো ছাইয়ে নষ্ট হচ্ছে সোনালি ফসল।পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকের পাঁইটা-২ গ্রাম পঞ্চায়েতের বুলচন্দ্রপুর মৌজায় বিস্তীর্ণ জমির ফসল আজ কালো ছাইয়ে ঢেকে যাচ্ছে। কঠোর পরিশ্রমে ফলানো সোনালি ধান দিনদিন কালো রং ধারণ করছে রাইস মিলের নির্গত ছাইয়ের কারণে। ফলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরম আর্থিক সংকটে পড়েছেন।স্থানীয় চাষীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকার দুই রাইস মিল—ভৈরবী রাইস মিল ও রাসেশ্বর রাইস মিল—থেকে নির্গত উড়ন্ত ছা