কালনা ১: কালনা মহকুমা স্তরের জয় জোহার কাপ ২০২৫ এর সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে, হাজির মন্ত্রী,SDO
কালনা মহকুমা স্তরের জয় জোহার কাপ ২০২৫ এর সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে দিন বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ। মহকুমা স্তরের পাঁচটি টিম, পূর্বস্থলী ১, পূর্বস্থলী ২, কালনা ১, কালনা ২ এবং মন্তেশ্বর ব্লকের এই পাঁচটি টিম এই খেলায় অংশগ্রহণ করবে। এখান থেকে যারা জয়লাভ করবে তারা পৌঁছাবে জেলা স্তরের খেলায়। এদিন সূচনা লগ্নে রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ ফুটবলের শর্ট মেরে খেলার সূচনা করেন।।