রানাঘাট ১: আবারও দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে, রানাঘাটে ছোট গাড়ির পেছনে ধাক্কা বড় মালবাহী গাড়ির, আহত 2
আবারও দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে, রানাঘাটে ছোট গাড়ির পেছনে ধাক্কা বড় মালবাহী গাড়ির, আহত 2। সূত্রের খবর, শুক্রবার দুপুরে আনুমানিক 1টা 50 মিনিট নাগাদ রানাঘাট কলেজ মোড় সংলগ্ন এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে ওভার ব্রিজ থেকে নামার সময় একটি বড় মালবাহী গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট মালবাহী গাড়ীকে ধাক্কা মারলে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা মারে। ঘটনায় কোনো প্রাণ হানির ঘটনা না ঘটলেও আহত হয়েছেন 2 জন