কোচবিহার ১: লম্বা দিঘির বেহাল অবস্থা ক্ষিপ্ত এলাকাবাসী, কাউন্সিলরকে জানিয়েও হচ্ছে না কাজ
যমুনা দীঘি ইতিমধ্যে হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তারপরেই সেই যমুনা দীঘি অর্থাৎ লম্বা দিঘিকে সংস্কারের উদ্যোগ নিয়েছে হেরিটেজ কমিটি। ঘটা করে কাজের সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে গেছে সেই কাজ। বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে লম্বা দি ঘি। এতেই ক্ষিপ্ত এলাকাবাসী। রবিবার লম্বা দিঘির সামনে থেকে কি জানাচ্ছেন এক বাসিন্দা শুনুন