বালি-জগাছা: নিশ্চিন্দা থানার অন্তর্গত সাপুইপাড়া আনন্দনগর লোকনাথ মন্দিরের সামনে বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ সভা
হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত সাপুইপড়া আনন্দনগর লোকনাথ মন্দিরের সামনে রবিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ এলাকায় মদ সাট্টা জুয়া সহ এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হলো রবিবার। এই প্রতিবাদ সভায় বামফ্রন্ট পক্ষ থেকে জেলা নেতৃত্বে পাশাপাশি বালি জগাছা ব্লক বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন